নোয়াখালীতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধ ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:২০ এএম, ৩০ অক্টোবর ২০২৪

নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি হামলায় ইব্রাহিম মাসুম (২৭) নামে ইউনিয়ন ছাত্রদলের এক সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় আমানউল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইব্রাহিম মাসুমকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, তার পায়ে গুলির চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আমানউল্যাহপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের সমর্থক মো. সোহেলকে (৪০) ছাত্রদলের একদল কর্মী মারধর করেন। এরপর বিকেলে শিবিরকর্মী মো. রাশেদের ওপর হামলা চালান ছাত্রদলের কর্মীরা। সেই হামলার জেরে সন্ধ্যায় শিবিরের একদল কর্মী ১ নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা সর্দার দিঘির পাড় এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এসময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এ ঘটনায় ছাত্রদল নেতা ইব্রাহিম মাসুম পায়ে গুলিবিদ্ধ হন।

আহত ইব্রাহিম বলেন, দুপুরে সোহেলকে ইয়াবা সেবনকালে ছাত্রদলের কয়েকজন হাতেনাতে আটক করেন। সোহেল একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। ৫ আগস্টের পর তিনি স্থানীয় জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে চলাফেরা শুরু করেন। সে কারণে জামায়াত-শিবিরের কর্মীরা তার পক্ষ হয়ে সন্ধ্যায় অতর্কিত ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গুলি শুরু করে।

উপজেলা জামায়াতের আমির মো. আবু জাহের বলেন, ছাত্রদলের কর্মীরা ৫ আগস্টের পর থেকে আমানউল্যাহপুরে আমাদের অনেক নেতাকর্মীকে মারধর করেছেন। আজও বিনা কারণে জামায়াতের সমর্থক মো. সোহেল ও শিবিরকর্মী মো. রাশেদকে (২৪) মারধর করে। হামলায় রাশেদ অচেতন হয়ে যান। কর্মীরা যখন রাশেদের চিকিৎসা নিয়ে ব্যস্ত তখন তৃতীয় কোনো একটি পক্ষ ছাত্রদলের নেতা মাসুমের ওপর হামলা করে। তবে তারা শিবিরের কি না, সেটা আমরা নিশ্চিত হতে পারিনি।

আমানউল্যাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম সুমন বলেন, দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা মো. সোহেল নামের এক মাদকসেবীকে আটক করে চড়-থাপ্পড় দেয়। পরে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ওই সোহেলের পক্ষ নিয়ে সন্ধ্যায় শিবিরের কর্মীরা ছাত্রদলের কর্মীদের ওপর অতর্কিত হামলা করেন এবং গুলি ছোড়েন। এতে ছাত্রদলের নেতা ইব্রাহিম মাসুম বাঁ পায়ে গুলিবিদ্ধ হন এবং আরও ৪-৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করে পুলিশকে দেওয়া হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের একজন গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুপুরে এক যুবককে মারধরকে কেন্দ্র করে মহেশপুর ও কাঁচিহাটা এলাকায় কয়েক দফায় পাল্টাপাল্টি হামলা হয়। এতে আরও ৪-৫ জন আহত হয়েছেন।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।