জয়পুরহাটে সম্মেলন বন্ধ করতে বিএনপির একাংশের বিক্ষোভ
জয়পুরহাট জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা বিএনপির একাংশের নেতা-কর্মী ও সমর্থকরা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে জয়পুরহাট শহরের তৃপ্তির মোড় সংলগ্ন শহর বিএনপির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।
সমাবেশে বক্তব্য রাখেন, জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপীসহ বিএনপির নেতা-কর্মীরা।
সমাবেশে জয়পুরহাট শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান বলেন, আগামী ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক। বিএনপির একাংশের নেতাকর্মীদের না জানিয়ে এ সম্মেলন আহ্বান করা হয়েছে। সম্মেলন বন্ধ করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।
আল মামুন/এফএ/এএসএম