সিরাজগঞ্জে আওয়ামী লীগের ১৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আলমাজী জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়) ও সাবেক সাধারণ সম্পাদক শরীফুল আলম শরিফসহ দলটির ১৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আয়নুল হক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২১ ডিসেম্বর বিকেলে রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া বাজারে বিএনপির এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। সভা চলাকালীন আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে রামদা, হকস্টিক, লোহার রড, কাঠের বাটাম, লাঠি ও ককটেলসহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন।

রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনসভা পণ্ড করতে সাতটি ককটেল বিস্ফোরণ করেন। এ বিস্ফোরণে বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এছাড়া স্থানীয় বিএনপির অফিস ও ১৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।