জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে খাদিজা পারভিন নামের মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব মোল্যা বুধবার (২৩ অক্টোবর) জেলা প্রশাসক ও আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে গোপালপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা পারভিন ও তার ছেলে হৃদয় সম্রাটের নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন জেলা প্রশাসক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুচিয়াগ্রামের আইয়ুব মোল্যা ও খাদিজা পারভিন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। আইয়ুবের বাড়ির দক্ষিণ পাশে সাধারণ মানুষের চলাচলের সরকারি একটি রাস্তা রয়েছে। সে রাস্তা দিয়ে গ্রামের মানুষ চলাচল করেন। গত ১১ অক্টোবর সকালে খাদিজা তার লোকজন নিয়ে রাস্তা দখল করে বাঁশের বেড়া দেন। আইয়ুর মোল্যা প্রতিবাদ করতে গেলে তাকে গালিগালাজ করে হুমকি দেন।

আইয়ুর মোল্যার স্ত্রী আম্বিয়া বেগম বলেন, ‘৪০-৫০ বছরের সরকারি রাস্তা ক্ষমতার জোরে মহিলা আওয়ামী লীগ নেত্রী খাদিজা তার লোকজন নিয়ে দখল করেছে। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছি না।’

জনসাধারণের চলাচলের রাস্তায় বেড়া দিলেন মহিলা আওয়ামী লীগের নেত্রী

জানতে চাইলে অভিযুক্ত খাদিজা পারভিন বলেন, ‘নিজের জমিতে বেড়া দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার ভাসুর সরকারি জায়গা দখল করে আছে।’

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়ে একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমীন ইয়াসমীন বলেন, বুধবার (৩০ অক্টোবর) বিকেলে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।