বেনাপোলে কেজিতে ২০-৩০ টাকা দাম বেড়েছে পেঁয়াজের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

যশোরের শার্শা ও বেনাপোলে তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। সরবরাহ কমসহ আমদানি স্বল্পতার কারণে পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়াসহ স্থানীয় বাজারগুলোতে তিন দিন আগেও পেঁয়াজের দাম ছিল কিছুটা কম। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০-১২০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ৮০-৯০ টাকা। এখন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। ভারতীয় পেঁয়াজ ১১০-১২০ টাকা।

ব্যবসায়ীদের দাবি, ভারত থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ না আসা ও সাতক্ষীরার ভোমরায় সিঅ্যান্ডএফ এজেন্ট নির্বাচন থাকায় আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ থাকায় দাম বেড়েছে।

বেনাপোলে কেজিতে ২০-৩০ টাকা দাম বেড়েছে পেঁয়াজের

পেঁয়াজ বিক্রেতা আরিফ হোসেন ও মনির হোসেন বলেন, ‘মোকামে দাম বাড়ছে। এ কারণে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে। বাজারে সবার কাছে পেঁয়াজ নেই। আড়তদারদের কোনো কারসাজি আছে কি না বলতে পারছি না।’

তারা আরও জানান, হঠাৎ করে পেঁয়াজ সরবরাহ কমে গেছে। ফলে দামও বেড়ে গেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে এলে দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে অনেকদিন ধরে ভারত থেকে কোনো পেঁয়াজ আসছে না। এ পথে গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচ বেশি পড়ায় অন্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছেন ব্যবসায়ীরা।

জামাল হোসেন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।