যশোরের ‘শীর্ষ সন্ত্রাসী’ ফিঙে লিটন জামিনে মুক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:২৯ এএম, ২৯ অক্টোবর ২০২৪

যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যশোরের ‘শীর্ষ সন্ত্রাসী’ আনিসুর রহমান লিটন ওরফে ফিঙে লিটন। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কারাগার থেকে বের হয়ে যান বলে নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।

লিটন যশোর শহরের বারান্দি মোল্লাপাড়ার বদর উদ্দিনের ছেলে।

কারাগার, থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে অস্ত্র আইনের একটি মামলায় আনিসুর রহমান লিটনের ১০ বছর সাজা হয়। ২৫ বছর আগের অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে চলে যান তিনি। অস্ত্র, হত্যা, চাঁদাবাজিসহ ২০ থেকে ২২টি মামলা মাথায় নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে তিনি বিদেশে পলাতক ছিলেন। এ সময় তিনি ভারত, নেপাল, আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতারসহ বিভিন্ন দেশে অবস্থান করেছেন বলে জানা গেছে।

দেশের বাইরে থাকলেও যশোরের মানুষের কাছে আতংকের নাম ‘ফিঙে লিটন’। দেশের বাইরে থেকেই নিয়ন্ত্রণ করতেন যশোরের ‘আন্ডার ওয়ার্ল্ড’। সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও একাধিক হত্যাকাণ্ডে ফিঙে লিটনের নাম জড়িয়েছেন তার অনুসারীরা। কিন্তু পর্দার আড়ালে থাকায় আইনের জালে তাকে আটকানো যায়নি।

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বদলে গেছে দেশের রাজনৈতিক দৃশ্যপট। এই সুযোগে দীর্ঘদিন পর দেশে ফেরেন লিটন। গত ৪ সেপ্টেম্বর সকালে গোপনীয়তার মধ্যদিয়ে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিনের আদালতে অস্ত্র মামলায় আত্মসমর্পণ করেন তিনি। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যশোর কারাগারে আসামির পক্ষে আইনজীবীরা রোববার উচ্চ আদালতে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। ফলে ৫৩ দিন সাজাভোগ করে সোমবার কারামুক্ত হলেন যশোরের আলোচিত এই সন্ত্রাসী।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, উচ্চ আদালত থেকে রায়ের কপি যশোর আদালতের মাধ্যমে সোমবার কারাগারে আসে। এদিনই দুপুরে জামিনে মুক্ত হয়ে তিনি বের হয়ে যান।

মিলন রহমান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।