সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:১৯ এএম, ২৯ অক্টোবর ২০২৪

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুজ্জামান বেল্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত রাত ১২টার সময় তিনি মারা যান। তিনি জেলা শহরের কলাবাগান এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন।

জানা যায়, রাতে বাড়িতে হটাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু। এরপর স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবেক সংসদ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু বলেন, আমরা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদকে হারালাম। সকল স্তরে তার জনপ্রিয়তা ছিল, এলাকায় একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তিনি আরও বলেন, সাবেক সংসদ সদস্য শহিদুজ্জামান বেল্টু ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ঝিনাইদহ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সুনামের সঙ্গে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল আলম বলেন, শহিদুজ্জামান বেল্টুকে আমরা হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।