বগুড়ায় হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র বেলাল হোসেনকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) জয়পুরহাটের আক্কেলপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল হোসেন দুপচাঁচিয়া পাইকপাড়া মহল্লার বাসিন্দা। তিনি ওই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়। এ বিষয়ে রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় বেলাল হোসেন এক নম্বর আসামি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, বেলাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।