বাদীর আপস, জামিন পেলেন ডিবি হারুনের ক্যাশিয়ার মোকাররম
সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদের ক্যাশিয়ার খ্যাত মোকাররম সর্দারকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান তাকে জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, আসামিকে আদালতে ওঠানোর আগেই বাদীপক্ষ এসে আপস হয়ে গেছে। যে কারণে আদালত জামিন দিয়েছেন।
এর আগে রোববার (২৭ অক্টোবর) রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মোকাররম সর্দারকে গ্রেফতার করে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করার পাশাপাশি কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণ মামলা ছিল। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠাই। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা ছিল না।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম