হবিগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:৫৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্নীতিবাজ ম্যানেজারের অপসারণ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। সোমবার (২৮ অক্টোবর) সকালে কাজ বন্ধ রেখে শ্রীবাড়ি চা বাগানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক বিজয় গোয়ালা বলেন, বাগানের ম্যানেজার কেএস ইমরান ও সহকারী ম্যানেজার সমির সেন গুপ্ত দীর্ঘদিন থেকে বিভিন্ন-অনিয়ম দুর্নীতি করে শ্রমিকদের অর্থ আত্মসাৎ করছেন। তারা শ্রমিকদের চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত রেখেছেন। বাগানের ৪ শতাধিক গাছ অবৈধভাবে বিক্রি করেছেন। গাছ বিক্রিসহ নির্বিঘ্নে বিভিন্ন অনিয়ম করতে বাগানের পাহারাদারদের অপসারণ করে বাগানকে অরক্ষিত করেছেন।

হবিগঞ্জে চা শ্রমিকদের বিক্ষোভ

এছাড়া তারা দীর্ঘদিন থেকে শ্রমিকদের দৈনিক সংগৃহীত চা পাতা ওজনে কম দেখিয়ে মজুরি কম দিচ্ছেন।

বিক্ষোভ সমাবেশে চা শ্রমিক বৃষ্টি সাওতাল, মিন্টু বৈদ্য, সঞ্চিতা বাউরি প্রমুখ বক্তব্য রাখেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।