লালমনিরহাটে গৃহবধূ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূ দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আদিব আলী এ রায় দেন। এসময় মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ওসমান আলী ও রবিউল ইসলাম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন দিপালী দেব সিংহ। নিখোঁজের তিনদিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা করেন দিপালীর দেবর নির্মল দেব সিংহ। তদন্ত শেষে পুলিশ আদালতে রিপোর্ট দাখিল করলে আদালত দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর চারজনকে খালাস দিয়েছেন আদালত।

রবিউল হাসান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।