জামালপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৭

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৮ অক্টোবর ২০২৪

জামালপুরের সরিষাবাড়ীতে একদিনে শিয়ালের কামড়ে সাতজন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রবিউল ইসলাম।

এর আগে রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জামালপুরে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৭

আহতরা সভায় মহাদান ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন শোভন মিয়া (১৪), মরিয়ম বেগম (৬০), পারভেজ মিয়া (২১), সেলিম রেজা (৪৫), কাঞ্চন মিয়া (৩০), বারিক (৪৫) ও রশিদ খান (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পরে একটি শিয়াল হঠাৎ মানুষের ওপর আক্রমণ করে। এক নারীসহ সাতজনকে কামড়ে আহত করে। আহতদের মুখে ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও রবিউল ইসলাম বলেন, আহতদের মধ্যে চারজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বাকি তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।