ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:৫২ এএম, ২৮ অক্টোবর ২০২৪

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ হোসেন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদের মৃত্যু হয়। সে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়ার সেকেন্দার হোসেন কালু প্রমাণিকের ছেলে ও জয়নগর পিজিসিবি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

সাজিদ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা সেকেন্দার আলী কালু।

পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে সাজিদ জ্বরে আক্রান্ত হলে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। এতে জ্বর কমে গেলেও শরীর ও মাথাব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষার পর নিশ্চিত হয় সাজিদ ডেঙ্গু আক্রান্ত। তার দ্রুত প্লাটিলেট কমতে থাকলে গত শুক্রবার (২৫ অক্টোবর) তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ অক্টোবর) সে মারা যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শেখ মহসীন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।