ময়মনসিংহে ভিমরুলের কামড়ে আহত ৩০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে ভিমরুলের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সড়কের পাশের গাছের বাসা থেকে বের হয়ে পথচারী, যাত্রীদের কামড় দেয় ভিমরুল। এতে স্থানীয় রহিমা (২৮), রাব্বি (১৬), রমজান (৩৫), আব্দুল খালেক (৬০), সাদ্দাম (১৬), রাফাতসহ (২১) অন্তত ৩০ জন আহত হন।

পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মী ফেরদৌসী বেগম বলেন, লামাপাড়া থেকে ইজিবাইকে রোগীদের নিয়ে আসার সময় গাভী শিমুল বড় মসজিদের সামনে আসতেই ভিমরুল ইজিবাইকের ভেতর ঢুকে পড়ে। এসময় ৪০ দিন বয়সী শিশুসহ ৮ জন কামড়ে আহত হয়।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হারুন অর রশিদ বলেন, ভিমরুলের কামড়ে আহত হয়ে অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে নারী-শিশুসহ ১০ জনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।