মাগুরায় ব্রিজের সংযোগ সড়ক ধসে ভোগান্তি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৭ অক্টোবর ২০২৪

মাগুরার নবগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ। শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে ধসে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম জানান, বৃষ্টির পানি আটকে সংযোগ সড়কে ফাটল সৃষ্টি হয়। সকালে সেখানে ধস নেমেছে। এতে যান চলাচলসহ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধান না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে।

মাগুরায় ব্রিজের সংযোগ সড়ক ধসে ভোগান্তি

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর ওপর একই স্থানে দুটি ব্রিজ আছে। আজ সকাল সাড়ে ৫ টার দিকে পুরাতন ব্রিজের সংযোগ সড়ক ধসে পড়ে রেলিং নদীতে পড়ে যায়। বিষয়টি জানার পর আমরা সেখানে মেরামতের কাজ শুরু করি।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।