দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে: সরদার শাখাওয়াত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:১১ পিএম, ২৭ অক্টোবর ২০২৪

নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাবেক এমপি মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বর্তমানে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চলছে। বিএনপির একটি কর্মী বেঁচে থাকতে আমরা সেই সুযোগ দেবো না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। বিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যেই সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা আর কোনো বিপ্লব, আর কোনো রক্তক্ষয় দেখতে চাই না।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে জেলার মনোহরদী উপজেলায় পৌর এলাকার ডাকবাংলো রোডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরদার শাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।

সঞ্জিত সাহা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।