ফরিদপুরে যেভাবে সন্ত্রাসী সংগঠন হয়ে ওঠে ছাত্রলীগ

এন কে বি নয়ন এন কে বি নয়ন ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৭ অক্টোবর ২০২৪

ফরিদপুরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ৫২’র ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত। কিন্তু ন্যাক্কারজনক হলেও সত্য যে, আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের সঙ্গে রাজপথে ভূমিকা রাখা এই সংগঠনটি নব্বইয়ের দশক থেকে যেন ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্য হয়ে ওঠে ফরিদপুরে।

শুধু প্রতিপক্ষ ছাত্র সংগঠনের ওপরে চড়াও নয়, তারা জড়িয়ে পড়ে খুন-জখম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, ধর্ষণ, সরকারি জমি দখল, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক কারবার, তদবির বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জনসহ অনৈতিক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এরপর ২০০৯ সালের পর এসব পরিচালিত হয়ে এসেছে ছাত্রলীগের সাংগঠনিক শক্তিকে ব্যবহার করেই। এই সময়ে ফরিদপুরে ছাত্রলীগের রাজনীতিকে কলুষিত ও ধ্বংস করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের চেয়েও বেশি দায়ী করা হয় সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীকে।

ছাত্রলীগের সাধারণ কর্মী সমর্থকদের অভিযোগ, করোনা ও রোজায় ছাত্রলীগ যে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেছে তার চেয়ে বহুগুণ বেশি অপরাধমূলক কর্মকাণ্ড তাদের সকল অর্জন ম্লান করে দিয়েছে। শুধু কলেজ ক্যাম্পাসই নয়, আওয়ামী লীগের হেলমেট বাহিনী হয়ে তারা টেন্ডারবাজি, জমি দখল, মাদক কারবার, তদবির বাণিজ্যসহ নানা কারবারে জড়িয়ে পড়ে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ফরিদপুরে আওয়ামী লীগের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ধারালো অস্ত্রের পাশাপাশি ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালানোর ভিডিও ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।

নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ফরিদপুরের ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র রাজেন্দ্র কলেজে জনপ্রিয়তার মাপকাঠিতে পিছিয়ে থাকা ছাত্রলীগের আধিপত্য প্রতিষ্ঠা হয় সন্ত্রাসের মাধ্যমে। প্রতিপক্ষ ছাত্র সংগঠনের ওপর হামলা চালিয়ে কলেজে আধিপত্য ও রুকসুর প্রতিনিধিত্ব লাভের পর একসময় তারা নিজ দলের প্রতিপক্ষের ওপরও হামলে পড়ে। সেসময় রাজেন্দ্র কলেজ ছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউটে তারা সন্ত্রাসের ঘাঁটি গাড়ে। বহিরাগত ছাত্রদের হাতে স্থানীয়রাও জিম্মি হয়ে পড়ে। ফরিদপুরের লাট ভাই খ্যাত এক আওয়ামী লীগ নেতার প্রশ্রয়ে চলতো এসব ঘটনা। এরপর বিএনপি ক্ষমতায় এলে ছাত্র রাজনীতির অঙ্গনের এই চিত্রও বদলে যায়। পতন হয় লাট ভাই ও তার সন্ত্রাসী বাহিনীর।

২০০৩ সালে ফরিদপুর জেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি হন মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক হন সত্যজিৎ মুখার্জি। ছাত্রলীগের এই অংশ ছিল তৎকালীন এমপি ও আওয়ামী লীগের ক্ষমতাধর মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিরোধী জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলুপন্থী। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তারা আওয়ামী লীগের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে।

মাত্র এক বছর না যেতেই ২০১০ সালের ১০ মার্চ ফরিদপুর প্রেসক্লাবে আওয়ামী লীগের ক্ষমতাসীন মোশাররফপন্থিদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডে টেন্ডারবাজির অভিযোগে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি মনিরুজ্জামান মনির। এরপরপরই মিছিলে হামলা চালিয়ে মনিরকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ মোশাররফপন্থিরা। এ সময় মোশাররফপন্থি এক সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ফরিদপুর মহাবিদ্যালয়ে অধ্যাপক আব্দুল হালিমকে কিল-ঘুষি মেরে আহত করা হয়।

ফরিদপুরে যেভাবে সন্ত্রাসী সংগঠন হয়ে ওঠে ছাত্রলীগ

২০১৫ সালে একযুগ পর জেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি হন নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক হন সাইফুল ইসলাম জীবন। ২০২০ সালে কথিত শুদ্ধি অভিযানে খন্দকার মোশাররফের পতনের আগ পর্যন্ত তারাই ছিলেন ছাত্রলীগের পদে। মূলত এই সময় থেকেই যুবলীগের সঙ্গে মিশে দানবীয় হয়ে ওঠে ছাত্রলীগ। ফরিদপুরে ছাত্রলীগ এ সময় আবির্ভূত হয় ভয়ংকর হেলমেট ও হাতুড়ি বাহিনীর ভূমিকায়। প্রতিপক্ষ ছাত্র সংগঠনকে পুলিশের সহযোগিতায় হামলা চালিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে একক আধিপত্য কায়েম করে।

২০২০ সালের আগস্টে জেলা ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয় শামীম ও সাইফুলকে। এরপর জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক পদ লাভ করেন সৈয়দ তামজিদুল রশীদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক হন ফাহিম আহমেদ। এখনো তারা এই পদে বহাল।

জানা যায়, ২০০৪ সালের পর ১৩ বছর বন্ধ ছিল রাজেন্দ্র কলেজের ছাত্রছাত্রী সংসদ রুকসু নির্বাচন। ২০১৭ আবার নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও ২০১৯ সালের পর আবার বন্ধ হয়ে যায় এ নির্বাচন। তবে তখন থেকে রুকসুর ভবনটি জেলা ছাত্রলীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতে থাকে। একপর্যায়ে তারা রুকসু ভবনে জেলা ছাত্রলীগের কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। খন্দকার মোশাররফ জামানায় ক্ষমতার ছায়াতলে ছাত্রলীগের বেপরোয়া আচরণে রুকসু ক্যাম্পাস হয়ে ওঠে মাদক আর সন্ত্রাসের অভয়ারণ্য।

রাজেন্দ্র কলেজের শহর শাখার হোস্টেল থেকে জেলা ছাত্রলীগের এক নেতার তত্ত্বাবধানে শহরে মাদকের সরবরাহ করা হতো। নেতা-কর্মীরা এখান থেকে বেরিয়ে জড়িত হতেন ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। এসময় রুকসু ভবন দখল করে সন্ত্রাসী ও মাদকসেবীদের আস্তানায় পরিণত করা হয়।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি ভোরে শহরের ঝিলটুলী এলাকায় ছিনতাইকারীর হামলায় নিহত হন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স অরুনিমা ভৌমিক। ওই ঘটনায় গ্রেফতার হাবিবুর রহমান টিটু ও শরিফুল ইসলাম ছাত্রলীগের হেলমেট বাহিনীর সদস্য ছিলেন। ২০১৯ সালের ১৮ মে গভীর রাতে ভাঙ্গা রাস্তার মোড়ে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ডা. আদনান নামে ফরিদপুর মেডিকেলের এক ডাক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি শহরের জেনারেল হাসপাতালে ঢুকে সেখানে চিকিৎসাধীন এক নারী রোগীর স্বজন রাসেল নামে যুবককে কুপিয়ে জখম করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ রায়। ওই বছরের ৬ আগস্ট শহরের বায়তুল আমান-চাঁদমারি এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের বিবাদে নিহত হন সবুজ নামে এক যুবক।

এরপর সেপ্টেম্বর মাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুকসু ক্যাম্পাসে রক্তক্ষয়ী সন্ত্রাসে আহত হন ছাত্রলীগের অপর পক্ষের কর্মী সৌরভ মালোসহ আরও কয়েকজন। ২০২২ সালের ২৮ আগস্ট অস্ত্র নিয়ে মহাসড়কে মহড়ার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। ১৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের একাংশ অভিযোগ করে জেলা ছাত্রলীগে মাদক ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২২ সালের ৩০ নভেম্বর ফরিদপুরে যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে বিএনপির শামা ওবায়েদের একটি বিক্ষোভ সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ ও চেয়ার ভাঙচুর করা হয়। সর্বশেষ ফরিদপুরে ছাত্রলীগের আভ্যন্তরীণ বিবাদ প্রকাশ্য রূপ নেয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিমের ১৫ থেকে ২০ জন সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সাংগঠনিক সম্পাদক আফিফের সমর্থকদের ওপর হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে জখম করে। এরপর জেলা ডিবি পুলিশের একটি দলের সঙ্গে বোয়ালমারীতে ছাত্রলীগের নেতাদের হাতাহাতির ঘটনা ঘটে গত জুন মাসে।

ছাত্রলীগের রাজনীতির অবনতির এই ধারাবাহিকতায় এই সময়ে ফরিদপুর মেডিকেল কলেজের মতো একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রলীগের কর্তৃত্ববাদী রাজনীতির মাধ্যমে কলুষিত করা হয় ফমেকের ক্যাম্পাস।

সম্প্রতি ফরিদপুর মেডিকেলের একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রলীগের বহুল আলোচিত তৎকালীন সভাপতি মাশতুরা মোশাররফ ঐষিকা ও সম্পাদক ইমরুল হাসান জীমের সনদ স্থগিতসহ তাদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সভাপতি-সম্পাদককে ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আরও ১৬ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ইন্টার্নশিপ বাতিল, সনদ স্থগিত, ক্যাম্পাস ও ছাত্রাবাস থেকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়।

তবে রাজেন্দ্র কলেজের রুকসু ভবন দখল করে হেলমেট বাহিনীর ভূমিকায় থাকা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি আজো। তাদের বিরুদ্ধে কোনো মামলার খবরও জানা যায়নি এখন পর্যন্ত। সপ্তাহ খানেক আগে এক সন্ধ্যায় যৌথ বাহিনীর অভিযান চালানো হয় ঝিলটুলীতে জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে। তবে কোনো গ্রেফতার বা অস্ত্র উদ্ধারের ফলাফল জানা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিমের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এ ব্যাপারে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম জাগো নিউজকে বলেন, রুকসু ভবন যখন ছাত্রলীগের দখলে ছিল তখন অনেক ঘটনা ঘটেছে। তবে তখন আমি দায়িত্বে ছিলাম না। এখন দখলমুক্ত করা হয়েছে এবং আমাদের আন্ডারে আছে। সেদিনও একটা মারামারি হয়েছে। এরপর ক্যাম্পাসে সন্ধ্যা ৭টার পরে না থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ এবং বহিরাগত যারা থাকতেন তাদের বের করে দেওয়া হয়েছে। এখন পরিবেশ শান্ত ও ভালো আছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জাগো নিউজকে বলেন, বিভিন্ন সময় যারা অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে, সহিংসতা চালিয়েছে তাদের গ্রেফতারও করা হয়েছে। যারা সন্ত্রাস ও সহিংসতার সঙ্গে জড়িত, তারা যারাই হোক তাদের বিষয়ে জেলা পুলিশের জিরো টলারেন্স। সন্ত্রাস, অপরাধমূলক কাজ করলে কোনো প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই। তাদের আইনের আওতায় আনা হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।