সিরাজগঞ্জে অর্থঋণ মামলায় বিএনপি নেতা কারাগারে
সিরাজগঞ্জের কাজীপুরে অর্থঋণ আদালতের মামলায় গ্রেফতার আব্দুস সালাম নামের এক বিএনপি নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার সোনামুখী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সোনামুখী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও একই ইউনিয়নের পাঁচগাছী গ্রামের বাসিন্দা।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অর্থঋণ আদালতের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এজন্য তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এম এ মালেক/এমকেআর