জাটকা ধরায় জেলের এক বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০২৪

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় এক জেলকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে কালকিনি উপজেলার খুনেরচর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবা ইসলাম।

দণ্ডপ্রাপ্ত লোকমান বেপারী (৪৫) কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের করিব বেপারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে আড়িয়াল খাঁ নদে জাটকা ধরা হচ্ছে, এমন সংবাদে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। এসময় লোকমান বেপারী নামে এক জেলেকে কারেন্ট জালসহ হাতেনাতে আটক করে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত লোকমানকে এক বছরের কারাদণ্ড দেন বিচারক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহাবুবা ইসলাম বলেন, লোকমান বেপারীকে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।