রাজবাড়ী
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৯ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদী অংশে ইলিশ ধরায় ৩৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ২৪ ঘণ্টায় ৫৩ কেজি ইলিশ ও এক লাখ ২৮ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩৯ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ড ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে রাজবাড়ী সদরের পদ্মা নদী থেকে ৩৩ ও পাংশা থেকে ছয়জনকে আটক করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয়েছে ৫৩ কেজি ইলিশ ও এক লাখ ২৮ হাজার মিটার জাল। পরে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব জানান, ইলিশ সংরক্ষণ অভিযান সর্বোচ্চ সফল করার চেষ্টা করছেন। আটক জেলেদের মধ্যে বেশির ভাগ পাবনা অঞ্চলের।
রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম