চুয়াডাঙ্গা সীমান্তে বিল থেকে কঙ্কাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার জীবননগরে ভারত সীমান্তঘেঁষা একটি বিল থেকে অজ্ঞাতপরিচয়ের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঘাড়কাটি বিল থেকে ওই কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়ারা জানান, মেদেনীপুর গ্রামের এক ব্যক্তি (নাম প্রকাশ না করে) শনিবার দুপুরে মাছ ধরতে সীমান্তঘেঁষা ঘাড়কাটি বিলে যান। এসময় বিলের কচুরিপানার ভেতর একজনের কঙ্কাল দেখতে পান। তিনি বিষয়টি মাঠে কর্মরত কৃষকদের জানান। খবর পেয়ে স্থানীয় বিজিবির সদস্যরা ও জীবননগর থানার পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, দুপুরে মেদেনীপুরের ঘাড়কাটি বিল থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত নই। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। সিআইডি ও পিবিআই পুলিশকে খবর দেওয়া হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।