পদ্মা নদীতে ইলিশ সংরক্ষণ অভিযান, পিস্তলসহ চারজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৫ অক্টোবর ২০২৪

রাজবাড়ী গোয়ালন্দে পদ্মা নদী থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুটি অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

তারা হলেন- জীবন্ত মুন্সী (২০), নাজির উদ্দিন শেখ (১৯), রশিদ সরদার (৫৫) ও খায়রুল মোল্লা (২৩)

শুক্রবার সন্ধ্যা পৌন ৮টার দিকে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কাজ করছিল যৌথ বাহিনী। বিকেল সাড়ে ৪টার দিকে অন্তরের মোড় থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার দেবগ্রামের রাখালগাছি চরে যাওয়ার পথে দৌলতদিয়া লঞ্চঘাট বরাবর পদ্মার মাঝ নদীতে ওই ট্রলারে অভিযান চালানো হয়। এসময় ট্রলারে থাকা চারজনকে আটক করা হয়। পরে তাদের দেখানো তথ্যে কালো রঙের একটি স্কুল ব্যাগ থেকে বিদেশি পিস্তল ও একনলা বন্দুক উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।