ঘূর্ণিঝড় দানার প্রভাব নেই মোংলায়

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ১০:৫৯ এএম, ২৫ অক্টোবর ২০২৪

ঘূর্ণিঝড় দানার প্রভাব নেই মোংলায়। শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে এখানকার আবহাওয়া অনেকটা স্বাভাবিক। ভোর থেকে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলের আকাশ রোদ উঠেছে। নেই বৃষ্টি ও বাতাস।

তবে মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় দানার প্রভাব নেই মোংলায়

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, ঘূর্ণিঝড়টি ভারত উপকূলে আঁচড়ে পড়বে। তাই এর প্রভাবে দুয়েকদিন এ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় দানার প্রভাব নেই মোংলায়

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া বলেন, বৃষ্টির কারণে বুধবার বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হয়। কিন্তু শুক্রবার সকাল থেকে তা পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।