৯৮টি ইঁদুর মেরে পুরস্কার পেলেন কৃষক
কিশোরগঞ্জে একাই ৯৮টি ইঁদুর নিধনকারী এক কৃষককে পুরস্কৃত করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসে কৃষক আব্দুল আউয়ালকে পুরস্কৃত করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কার তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোকছেদুল হক।
‘ছাত্র-শিক্ষক কৃষক ভাই, ইঁদুর ধমনে সহযোগিতা চাই’ প্রতিপাদ্যে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে কৃষক আব্দুল আউয়ালকে এ পুরস্কার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মোকছেদুল হকের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিফাত আলম জনি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজিজুল মতিন, উপ-সহকারী কৃষি অফিসার তাজ উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার মিজানুর রহমান প্রমুখ।
প্রশিক্ষণে ৩৪ জন উপ-সহকারী কৃষি অফিসার ও ৫০ জন কৃষক অংশ নেন। এসময় বক্তারা ইঁদুর নিধনের বিভিন্ন কৌশল ও পদ্ধতি নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক আলোচনা করেন।
পুরস্কৃত তিন কৃষক হলেন নোয়াবাদের আব্দুল আউয়াল, খামার দেহুন্দার এলাকার হাফিজুল ইসলাম ও নজরুল ইসলাম।
কৃষক আব্দুল আউয়াল বলেন, ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। পরে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তাদের পদ্ধতি অবলম্বন করে ৯৮টি ইঁদুর মারতে সক্ষম হয়েছি।
এসকে রাসেল/এসআর/এএসএম