ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি

হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন ‘আমার পকেটে অনেক সাংবাদিক থাকে’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৩ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইটে পরিবর্তন এলেও গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও পরিবার পরিকল্পনার অধিদপ্তরে ব্যতিক্রম চিত্র দেখা গেছে। এখনো দপ্তর দুটির ওয়েবসাইটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের ছবি দেখা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায়, হাত উঁচিয়ে রাখা সাবেক প্রধানমন্ত্রীর ছবি। অন্যদিকে, পরিবার পরিকল্পনা অফিসে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি এখনো রয়েছে। দপ্তর দুটির অনেক তথ্যই আপডেট নেই। নোটিশ বোর্ডে গত বছরের তথ্য উল্লেখ করা রয়েছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গাইবান্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো সব জায়গায় রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

ওয়েবসাইটে শেখ হাসিনার ছবি/ হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন ‘আমার পকেটে অনেক সাংবাদিক থাকে’

জানতে চাইলে গাইবান্ধা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডা. প্রসেনজিৎ প্রণয় মিশ্র বলেন, ‘ওয়েবসাইটে কার ছবি থাকবে আর কার ছবি থাকবে না, এটা দেখার আপনি কেউ না।’

গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কোনো কথাই বলবো না। আমার পকেটেও অনেক সাংবাদিক থাকে।’

এ এইচ শামীম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।