চুয়াডাঙ্গা

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২২ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে গণজমায়েত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান ও বক্তব্য দেন শিক্ষার্থীরা। এর আগে চুয়াডাঙ্গার জীবননগর, দামুড়হুদা ও আলমডাঙ্গা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকাল থেকে একই দাবিতে কর্মসূচি পালন করেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে পালাতে বাধ্য হলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। এখন গণভবন ও বঙ্গভবন থেকেও নানা ষড়যন্ত্র চলছে। ছাত্র-জনতার বিপ্লব হাতছাড়া করতে ফ্যাসিস্টের দোসররা অপতৎপরতা চালাচ্ছে। দেশের মানুষ দোসরদের এই নীল নকশা মেনে নেবে না। অবিলম্বে অপতৎপরতায় মেতে থাকা দোসরদের আইনের আওতায় আনতে হবে।

এসময় ছাত্রলীগকে নিষিদ্ধ করারও দাবি জানান শিক্ষার্থীরা।

গণজমায়েত কর্মসূচিতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক আসলাম অর্ক, হাসানুজ্জামান, আরাফাত রহমান, কাজল আহমেদ, রাকিবের মাহমুদ ও সজিব হোসেন প্রমুখ।

হুসাইন মালিক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।