গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২২ অক্টোবর ২০২৪

গাইবান্ধায় মাদক মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফিরোজ কবীর এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে গাইবান্ধা শহরের মহুরী পাড়া রেলওয়ে কলোনীর বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে সোহাগ মিয়া পাশের এলাকা সরকারপাড়া গোডাউন রোডে হেরোইন কেনাবেচা করছিলো। এসময় গাইবান্ধা সদর থানা পুলিশ ১১১.৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে। পরে পুলিশের এসআই মো. শরীফ হোসেন বাদী হয়ে গাইবান্ধা থানায় মাদক মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

এএইচশামীম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।