শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি শুরু বুধবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ২২ অক্টোবর ২০২৪

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু হবে বুধবার (২৩ অক্টোবর) থেকে। ২৩ ও ২৪ অক্টোবর এ দুদিনে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) শাবিপ্রবি ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবু সাঈদ আরফিন খাঁন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শাবিপ্রবিতে প্রাথমিক ভর্তি সম্পন্ন করেছেন বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর মাইগ্রেশনের মাধ্যমে শাবিপ্রবিতে মনোনীত হয়েছেন, তারা ২৩ অক্টোবর (‘এ’ ইউনিট) এবং ২৪ অক্টোবর (‘বি’ ও ‘সি’ ইউনিট) সশরীরে উপস্থিত হয়ে তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী উল্লেখিত সময়ে উপস্থিত হতে না পারলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। এসময় শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তির কনফারমেশন স্লিপ, অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মূল নম্বরপত্র নিয়ে আসতে হবে। ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার টাকা।

নাঈম আহমদ শুভ/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।