নদীর ভাঙনে বিলীনের পথে সড়ক
![নদীর ভাঙনে বিলীনের পথে সড়ক](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/road-20241022164840.jpg)
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের পালরদী নদীর ভাঙনে বিলীনের পথে একটি পাকা সড়ক। এরইমধ্যে সড়কের বেশকিছু অংশ ভেঙে গেছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালকিনি-ফাঁসিয়াতলা পাকা সড়ক দিয়ে প্রতিদিন ১০টি গ্রামের মানুষের যাতায়াত। গুরুত্বপূর্ণ এই সড়কটি সম্পূর্ণভাবে ভেঙে গেলে ভোগান্তির শিকার হবেন কয়েক হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দা সাত্তার হোসেন, কামাল সরদার ও সালাম বেপারী বলেন, ‘আমরা সবাই আতঙ্কে আছি কখন জানি সড়কটি সম্পূর্ণ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জরুরিভাবে ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ভোগ নেমে আসবে।’
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান বলেন, ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই ডাম্পিংয়ের কাজ শুরু হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম