ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ২২ অক্টোবর ২০২৪

‘সন্ত্রাসী দল’ আখ্যা দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানান। এসময় ‘লক্ষ্মীপুরের মাটিতে ছাত্রলীগের ঠাঁই নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের ঝুমুর এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণজমায়েত কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক সাইফুল ইসলাম মুরাদ, সারোয়ার, রিমন, কাজী রাহাদ ও বেলায়েত হোসেন পাটোয়ারী প্রমুখ।

তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে ছাত্রলীগ শত শত আন্দোলনকারীকে হত্যা করেছে। ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন। স্বাধীন বাংলাদেশে সন্ত্রাসী সংগঠনের ঠাঁই নেই। আমরা চাই না, তারা এ দেশে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করুক। অতি দ্রুত ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতি হচ্ছেন ফ্যাসিবাদের দোসর। তিনি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উদ্দেশ্যমূলক বিভিন্ন কথা বলছেন। দ্রুত তার পদত্যাগের দাবি জানাই।

কাজল কায়েস/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।