কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ৪০ শিক্ষার্থী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২২ অক্টোবর ২০২৪

গোপালগঞ্জে কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেওয়ার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ২৬ জন নারী ও ১৪ জন ছেলে শিক্ষার্থী।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জেলা শহরের লেক পার্ক ও শেখ রাসেল শিশু পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে তাদের হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কলেজ ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেন। শিক্ষাপ্রতিষ্ঠানের ইউনিফর্ম পরিহিত অবস্থায় তারা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, আটকদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীতেও জেলা শহরের আইনশৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।