ফেনী

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন পেলেন আস সুন্নাহর অটোরিকশা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ২১ অক্টোবর ২০২৪

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জনকে অটোরিকশা দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (২১ অক্টোবর) শহরের আলিয়া মাদরাসা মাঠে ক্ষতিগ্রস্তদের হাতে অটোরিকশা তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদ উল্লাহ।

এ সময় শায়খ আহমদ উল্লাহ জানান, সারাদেশে ১০০টি অটোরিকশা দেওয়া হবে। আজ সে কার্যক্রমের উদ্বোধন হলো। এরমধ্যে ফেনীতে দেওয়া হচ্ছে ৪০টি। জেলায় এখন পর্যন্ত ৭৮ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে। বর্তমানে গৃহায়ন ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন পেলেন আস সুন্নাহর অটোরিকশা

অনুষ্ঠানে ফেনী আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ গাজী ইকবাল হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।