গাজীপুরে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৭ এএম, ২১ অক্টোবর ২০২৪

গাজীপুরে আরশীনগর রিসোর্ট থেকে একটি গ্রেনেড জব্দ করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই রিসোর্টের স্টাফ কোয়ার্টারের পানির ট্যাংকির জন্য নির্মিত ফলস ছাদের ময়লা পরিষ্কার করার সময় গ্রেনেডটির সন্ধান মেলে।

জিএমপি সদর থানার এস আই রাশেদুল হাসান জানান, গাজীপুর মহানগরের ভাওয়াল গাজীপুর তিন সড়ক মোড় এলাকায় আরশিনগর রিসোর্টের টিনশেড স্টাফ কোয়ার্টার রয়েছে। রোববার বিকেলে ময়লা আবর্জনা পরিষ্কার করছিল কয়েক ব্যক্তি। এসময় ওই গ্রেনেডটি নিচে মাটিতে পড়ে গেলে তা তারা দেখতে পেয়ে পুলিশে সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি জব্দ করে এবং ডিএমপি, ঢাকার বোম ডিজপোজাল টিমকে সংবাদ দেয় ।

পুলিশ জানায়, সোমবার সকালে বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। জব্দকৃত গ্রেনেডটি পুরাতন এবং মরিচা ধরা।

মো. আমিনুল ইসলাম/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।