সাতক্ষীরায় ২১ কেজি হরিণের মাংসসহ আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২০ অক্টোবর ২০২৪

সাতক্ষীরার শ্যামনগরে ২১ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার জেলেখালী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. মশিউর রহমান শামিম (৪৭) ও মোহাম্মদ লুৎফর রহমান (৬০)।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান জানান, কোস্টগার্ড দুই আসামি ও জব্দ হরিণের মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। বন আইনে মামলা দিয়ে তাদের সাতক্ষীরা বন আদালতে পাঠানো হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. মুনতাসির ইবনে মহসীন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।