পটুয়াখালী

নিষেধাজ্ঞা অমান্য করায় অর্ধশত জেলে কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

পটুয়াখালীর পয়রা নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে নদীর লেবুখালী অংশে এ অভিযান পরিচালিত চালিত হয়। অভিযান শেষে জব্দ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়। উদ্ধার মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের নেতৃত্বে অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মি, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মাদ মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

jagonews24

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, জেলায় এখন পর্যন্ত সাড়ে তিন লাখ মিটার জাল ও এক হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। অর্ধশত জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।