টাকা পাচারকারীদের বিচার করা হবে: ধর্ম উপদেষ্টা
যারা দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে গেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে কক্সবাজারের পেকুয়ায় আন্দোলনে নিহত ওয়াসিম আকরামের বাড়ি যান তিনি। সেখানে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের বীর। ওয়াসিমের পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা সহমর্মিতা জানাচ্ছি। ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং চিরকাল তার প্রতি কৃতজ্ঞ থাকবে জাতি। আমাদের সরকারের জুলাই বিপ্লব নামে একটা ফাউন্ডেশন করেছে। বিপ্লবে যারা হতাহত হয়েছেন, তাদের পরিবারকে সহযোগিতা করা হবে। আমাদের সরকার চলে যাওয়ার পরও এই ফাউন্ডেশন থাকবে।
এসময় আস্ সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়াসিম আকরামের পরিবারের সদস্যদের কাছে নগদ দুই লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরী, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রকিবুর রাজা, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফাসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/জেডএইচ/জেআইএম