মুজিবনগর সরকার ঘোষণার গুঞ্জনে উত্তাল কুমিল্লা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণার গুঞ্জনে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টা থেকে নগরীর টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

রাত সাড়ে ৮টায় শহরের টাউন হল মাঠে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আবদুল হান্নান মাসুদ। এসময় শিক্ষার্থীদের আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। টাউন হল মাঠে শত শত মানুষ জমায়েত হচ্ছেন।

মুজিবনগর সরকার ঘোষণার গুঞ্জনে উত্তাল কুমিল্লা

এ বিষয়ে কুমিল্লার সমন্বয়ক মো. আবির বলেন, আমরা জানতে পেরেছি কুমিল্লার বিবির বাজার সীমান্তে কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলক বৈঠক করেছেন। রোববার ভারতের আগরতলায় শেখ হাসিনার উপস্থিতিতে তারা মুজিবনগর সরকারের আদলে সরকার ঘোষণা করবেন। এর প্রতিবাদে আজ আমাদের এ কর্মসূচি।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।