যমুনায় ইলিশ ধরায় ৪ জেলের জরিমানা
সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় চার জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া তাদের সঙ্গে থাকা অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ করা হয়।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার নদীর অংশে এ অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।
সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চারজন জেলের প্রত্যেককে দুই হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জব্দ ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ ও জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
এমএ মালেক/আরএইচ/জেআইএম