ভেদাভেদ ভুলে আলেমদের এক হওয়ার আহ্বান মাওলানা রফিকুলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:১২ পিএম, ১৯ অক্টোবর ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ওলামা মাশায়েখের কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, দ্বীনে ইসলাম প্রতিষ্ঠায় কওমী আলিয়া ভেদাভেদ ভুলে সকল আলেমদেরকে এক হয়ে কাজ করতে হবে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাট আব্বাস আলী মিলনায়তনে জেলা ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাসহ তার দোষরদের অবিলম্বে দেশে নিয়ে এসে বিচার করতে হবে। স্বৈরাচার সরকারের দোষররা এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। সেজন্য আলেম-ওলামাদের সজাগ থাকতে হবে।

সম্মেলনে ওলামা মাশায়েখের জেলা সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ডা. ফজলুর রহমান সাঈদ ও ওলামা মাশায়েখ বগুড়া অঞ্চলের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন।

সম্মেলনে জেলার কামিল মাদরাসার অধ্যক্ষ, আলিম ও দাখিলি মাদরাসার সুপারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার আলেম ওলামা উপস্থিত ছিলেন।

আল মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।