সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৮ অক্টোবর ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের পাশের এলাকায় আবুল কালাম আজাদের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন আবুল কালাম (৬২) ও তার স্ত্রী আমেনা বেগম (৫৭)। আবুল কালাম মিজমিজি বাতানপাড়া এলাকার খলিল মুন্সির ছেলে ও আমেনা বেগম ময়না একই এলাকার আরব আলী শেখের মেয়ে।

আবদুল মতিন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগী ছিলেন। তাদের দুই ছেলেসন্তান আছে। তারা দুজনই গাড়িচালক। তারা বাবা-মাকে রেখে আলাদা বসবাস করেন।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেছেন, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।