মসজিদে দানের ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

খুলনার পাইকগাছায় মসজিদে দান করা ছাগল বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ফজর আলী গাজী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার শ্যামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফজর আলী গাজী শ্যামনগরের মৃত মোসলেম গাজীর ছেলে। পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুমার নামাজের আগে শ্যামনগরের পূর্বপাড়া জামে মসজিদে দান করা ছাগল বেচাকেনা নিয়ে দুই পক্ষের বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ফজর আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) তুষার কান্তি দাস জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।