নেতাকর্মীদের ভারে ভেঙে পড়লো বিএনপির সমাবেশের মঞ্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ এএম, ১৮ অক্টোবর ২০২৪

সিরাজগঞ্জে নেতাকর্মীদের ভারে ভেঙে পড়েছে বিএনপির ‘সম্প্রীতির সমাবেশ’র মঞ্চ। এতে ২০-৩০ নেতাকর্মী আহত হয়েছেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভেঙে যাওয়া মঞ্চের সামনের একটি টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে এ ঘটনা ঘটে। মঞ্চ ভেঙে পড়ার সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম আলীম বক্তব্য দিচ্ছিলেন।

নেতাকর্মীদের ভারে ভেঙে পড়লো বিএনপির সমাবেশের মঞ্চ

এর আগে দুপুর দুটা থেকে সমাবেশে যোগ দিতে বাজার স্টেশনে ভিড় করেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেওয়া অনেক নেতাকর্মী মঞ্চে থাকা নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান। কেউ কেউ মঞ্চেই অবস্থান নেন। এরই এক পর্যায়ে বিকেল ৫টার দিকে নেতাকর্মীর ভারে ভেঙে পড়ে মঞ্চটি।

নেতাকর্মীদের ভারে ভেঙে পড়লো বিএনপির সমাবেশের মঞ্চ

উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব জাগো নিউজকে বলেন, অতিরিক্ত নেতাকর্মীর ভারে মঞ্চটি একদম ভেঙে পড়ে। এতে আমি নিজেও আহত হয়েছি। তবে এ ঘটনায় মঞ্চে থাকা নেতাকর্মীদের হাত পায়ে হাল্কা ব্যথা ও কাটা ছাড়া কেউ গুরুতর আহত হননি।

নেতাকর্মীদের ভারে ভেঙে পড়লো বিএনপির সমাবেশের মঞ্চ

ভেঙে পড়া ওই মঞ্চে সমাবেশের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) আমিরুল ইসলাম আলীম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-উর-রশিদ খান হাসান, নূর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ শতাধিক নেতাকর্মী ছিলেন।

এম এ মালেক/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।