গাজীপুরে কারখানায় দগ্ধ রায়হানের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৭ অক্টোবর ২০২৪
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরে সিরামিক কারখানায় লাগা আগুনে পুড়ে মো. আবু রায়হান (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ অক্টোবর) দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কাশিমপুরের শাইনপুকুর সিরামিক কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে।

তার বাবা মো. রেজাউল করিম জানান, ওই দিন সন্ধ্যায় আমার ছেলেসহ ছয়জন শাইনপুকুর কারখানায় কাজ করছিল। তখন শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে আমার ছেলে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট নিয়ে ভর্তি কর হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার সে মারা যায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ জানান, এ ব্যপারে কাশিমপুর থানায় একটি অপমৃত্যুর সাধারণ ডায়েরি জিডি) করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।