মৌলভীবাজারে ৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর মৌলভীবাজারে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হয়।

এরআগে বিকেল ৩টা থেকে একযোগে সারাদেশের মতো মৌলভীবাজারের সবকটি উপজেলায় কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়ে ব্ল্যাকআউটে নামে পল্লী বিদ্যুৎ সমিতি। দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মৌলভীবাজারে ৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিরি জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। তবে শুধু মৌলভীবাজার না, সারাদেশেই এখন চালু হয়েছে।

ওমর ফারুক নাঈম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।