চুয়াডাঙ্গায় আওয়ামীপন্থি আইনজীবীদের অপসারণ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গা আদালত থেকে পিপিসহ আওয়ামী লীগের দােসরদের অপসারণ দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দােলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যের বিলোপ এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অন্তর্বর্তী সরকার যখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, তখন আমাদের কানে আসছে ফ্যাসিবাদের দােসরদের ফাঁকা আওয়াজ, খুনিদের পুনর্বাসনের অপচেষ্টা। এটা শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এ কারণে চুয়াডাঙ্গা আদালত থেকে পিপিসহ আওয়ামী দােসরদের অপসারণ করতে হবে।

চুয়াডাঙ্গায় আওয়ামীপন্থি আইনজীবীদের অপসারণ দাবি

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের শাহরিয়ার আলম, রিমন আলী, আরাফাত রহমান, হাসনা জাহান প্রমুখ।

হুসাইন মালিক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।