ছাত্র আন্দোলন

আড়াই মাস পর গুলিতে নিহত বিশালের মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৭ অক্টোবর ২০২৪

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নজিবুল সরকার বিশালের মরদেহ ২ মাস ১৩ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নের সরকার পাড়ায় পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন, জয়পুরহাট জেলা কারাগারের মেডিকেল অফিসার শাহ আলম শোভন, জয়পুরহাট সদর থানার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাট শহরের পাচুরমোড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নজিবুল সরকার বিশাল।

জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন জানান, আদালতের নিদেশে শহীদ বিশালের মরদেহ উত্তোলন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখানে ময়নাতদন্ত শেষে আসল তথ্য পাওয়া যাবে, কীভাবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন।

আল মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।