ব্যবসায়ীর বাসায় মিললো ২১৫ বস্তা ভারতীয় জিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, ১৬ অক্টোবর ২০২৪
প্রতীকী ছবি

ময়মনসিংহের হালুয়াঘাটে এক ব্যবসায়ীর বাসা থেকে ২১৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে মঙ্গলবার জেলার হালুয়াঘাট পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় আব্দুল কাদিরের নামের এক ব্যক্তির বাড়ি থেকে জিরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা বাংলাদেশে নিয়ে এসে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রাখেন ব্যবসায়ীরা। এমন তথ্য পেয়ে রাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আকনপাড়া এলাকায় কাদিরের বাসায় র‌্যাব-১৪ এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালায়। এসময় বাসায় মজুত করে রাখা ২১৫ বস্তা (প্রায় ৬ হাজার ৩৮৫ কেজি) ভারতীয় জিরা জব্দ করা হয়।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।