জামালপুর
কেন্দ্রীয় বাস টার্মিনালের অবস্থা বেহাল, যাত্রীদের দুর্ভোগ
জামালপুরে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল। জলাবদ্ধতা ও খানাখন্দে পরিণত হওয়ায় টার্মিনালে দাঁড়িয়ে থাকা কোনো বাসে যাত্রীরা ওঠানামা করতে পারেন না। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালকসহ গাড়ির স্টাফরা। টার্মিনালটি আধুনিকায়ন করার দাবি জানিয়েছেন তারা।
শহরের প্রবেশমুখে প্রধান সড়কের পাশেই জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। জেলার অভ্যন্তরীণ ৯টি রুটের জামালপুর টু ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় দেড় শতাধিক বাস চলাচল করে। অথচ বৃষ্টি হলেই টার্মিনালের ভেতরে ও আশপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কাদাপানিতে একাকার হয়ে যায় এলাকা। নেই পাবলিক টয়লেট, যাত্রী ছাউনি। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস মিনিবাস মালিক সমিতির অফিস কক্ষের ছাদের পলেস্তারা খুলে খুলে পড়ছে। ঝুঁকি নিয়েই অফিসে কাজ করছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে দুই একর জমির ওপর বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। পরে এটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করেন তৎকালীন জেলা প্রশাসক। সেই থেকে জামালপুর জেলা পরিষদ এটি রক্ষণাবেক্ষণ করছে।
জহুরুল ইসলাম নামের একজন যাত্রী বলেন, ‘একটু বৃষ্টি হলেই টার্মিনাল এলাকায় পানি জমে কর্দমাক্ত হয়ে যায়। দাঁড়ানোর জায়গা থাকে না। বিশ্রামের জন্য যাত্রী ছাউনিও নেই।’
একজন নারী যাত্রী বলেন, ‘এই টার্মিনালে এলে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় নারীদের। নারীদের জন্য টয়লেট নেই। পরিবেশ খুবই নোংরা।’
যাত্রী মাসুদুর রহমান বলেন, ‘বাস টার্মিনালের আশপাশে আবর্জনার স্তূপ। এককথায় ভাগাড়ে পরিণত হয়েছে। পরিষ্কার করার জন্য পরিচ্ছন্নতাকর্মী নেই।’
বাসচালক জহির ইসলাম বলেন, ‘আমরা অনেক দূর থেকে গাড়ি চালিয়ে এসে এখানে বিশ্রাম করার সুযোগ নেই। ওয়াশরুম ব্যবহার করতে পারি না। পানি পানের একটা টিউবওয়েল পর্যন্ত এখানে নেই।’
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ। তিনি জাগো নিউজকে বলেন, জামালপুরে দুটি বাস টার্মিনাল রয়েছে। একটি নিয়ন্ত্রণ করে জেলা পরিষদ, অপরটি জামালপুর পৌরসভা। অথচ টার্মিনাল দুটির বেহাল অবস্থা।’
তিনি বলেন, ‘আমরা জেলা পরিষদকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি। জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন। খুব শিগগির সমস্যাগুলো সমাধান করবেন।’
জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা বলেন, বাস টার্মিনালটি আমাদের জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন। এরইমধ্যে আমরা পরিদর্শন করেছি। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের মাধ্যমে টার্মিনালের আধুনিকায়ন করা হবে।
এসআর/এমএস