মুন্সিগঞ্জে শ্রমিক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক অবরোধে যান চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার (১৬ অক্টোবর) উপজেলার ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত শ্রমিকরা বকেয়াসহ বেতন বৃদ্ধি ও ২১ দফা দাবিতে মহাসড়কে নেমে এলে যান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কটিতে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।
দফায় দফায় শ্রমিকদের মহাসড়ক থেকে চলে যেতে পুলিশ অনুরোধ জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত মহাসড়ক না ছাড়ার ঘোষণায় অনড় আন্দোলনকারীরা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।
নানা ধরনের অনিয়ম তুলে ধরে আন্দোলনকারীরা জানান, কারখানার কর্মচারীদের বাবা-মা মারা গেলেও ছুটি দেওয়া হয় না। দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে কিন্তু আমাদের আমাদের বেতন বাড়ানো হচ্ছে না। এতে কর্মচারীরা কষ্টে দিন পার করছে। দ্রুত বেতনভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধ করতে হবে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরাফাত রায়হান সাকিব/এফএ/এএসএম