রাজবাড়ী

আওয়ামীপন্থি আইনজীবীদের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৬ অক্টোবর ২০২৪

আওয়ামীপন্থি আইনজীবীদের অপসারণের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী শাখার ব্যানারে শহরের পান্না চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও আদালত চত্বরের সামনে দিয়ে জেলা বার অ্যাসোসিয়েশন ভবনের সামনে এসে অবস্থান নেয়।

পড়ে সেখানে আওয়ামী ও ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ, আদালতে আওয়ামীপন্থি আইনজীবীদের অপসারণসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে ছাত্রদের ওপর হামলাকারী আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনজীবীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। দেশের কোথাও আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলা করতে চাইলে শিক্ষার্থীরা তাদের শক্ত হাতে জবাবে দেবে। শিক্ষার্থীরা এখনো ঘরে ফিরে যায় নাই। তারা সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সব সময় রাজপথে থাকবে।

এসময় রাজবাড়ী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া রাজিব মোল্লা, মো. টোকন, মীর মাহমুদ সুজন, সাঈদুজ্জামান সাকিব, মো. সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।